হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰم :۔۔۔۔ رَحِمَ اللّٰهُ دَمْعَتَكَ ،اَمَّا إِنَّكَ مِنَ الَّذِیْنَ یُعَدُّوَنَ مِنْ اَھْلِ الْجَزَعِ لَنَا وَالَّذِیْنَ یَفْرَحُوْنَ لِفَرَحِنَا وَیَحْزَنُوْنَ لِحُزْنِنَا ، اَمَّا إِنَّكَ سَتَرَی عِنْدَ مَوْتِكَ حُضُوْرَ آبَائِیْ لَكَ
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন :-------------"মহান আল্লাহ তাআলা তোমার চোখের অশ্রুকে তোমার জন্য রহমত গণ্য করুন।
স্মরণ রাখ! তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা আমাদের সুখে সুখী এবং আমাদের দুঃখে দুঃখিত হয়। স্মরণ রাখ! তুমি মরণাপন্ন অবস্থায় আমার বাবাকে তোমার মাথায় দিকে পাবে।"
উল্লেখিত হাদীস থেকে আমরা এটা শিক্ষা পাই যে, ইমাম হোসায়েন (আঃ) এবং আহলেবায়েত এর শোকে অশ্রু প্রবাহিত করলে মানুষ আল্লাহর রহমতের অধিকারী হয়। তাছাড়া উল্লেখিত রেওয়ায়েতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, তা হল তার কবরে স্বয়ং মাওলা উপস্থিত হবেন। আর যার কবরে ইমাম আলি (আঃ) উপস্থিত হবেন সে কতোই না ভাগ্যবান।
আপনার কমেন্ট